কড়া অ্যাকশন নেওয়া হলো মহুয়া মৈত্রর বিরুদ্ধে

শুরু হয়েছে নতুন বছর। কিন্তু নতুন বছরেও আরও বিপাকে পড়লেন মহুয়া। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন কাণ্ডে গত ডিসেম্বর সাংসদ পদ খারিজ হয় তৃণমূলের মহুয়া মৈত্রর। এরপর সাংসদ হিসেবে প্রাপ্ত অন্য সকল সুযোগসুবিধার পাশাপাশি সরকারি বাংলো খালি করে দিতে বলা হয়েছিল মহুয়াকে।

কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জানুয়ারির মধ্যে সেই সরকারি বাংলো ছাড়তে বলা হলেও তিনি এখনও বাংলো খালি করেননি। এই ইস্যুতেই এবার জোড়াফুল নেত্রীকে শোকজ নোটিস ধরাল ডিরেক্টরেট অফ এস্টেটস। জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ পর্যন্ত সরকারি বাংলোতেই থাকার আবেদন জানিয়েছিলেন মহুয়া। তবে প্রাক্তন সাংসদের সেই ইচ্ছে পূরণ হল না। তবে আদালত সাফ জানিয়ে দেয়, সরকারি আবাসনে থাকার জন্য আবেদন ডিওই কাছেই করতে হবে। এতে আদালতের কিছু করার নেই।