কড়া বার্তা, বিদেশ থেকেই ইডিকে আক্রমণ অভিষেকের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বঙ্গ রাজনীতি থেকে দূরে হলেও, এই সময়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দাগতে বাদ রাখছেন না তিনি। এক ট্যুইটে ইডিকে আক্রমণ করে নেতা লেখেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে এত অকর্মণ্য সব লোক বসে আছে যে ওদের দেখে করুণা হচ্ছে। সপ্তাহে ২ বার আমার বিরুদ্ধে গল্প সাজানো ছাড়া ওদের আর কোনও কাজ নেই।

আর এসব করছে শুধু ওদের রাজনৈতিক প্রভুকে খুশি করার জন্য।” সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির বিষয়েও সুপ্রিম কোর্টে অস্বস্তিতে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেকের রক্ষাকবচ মামলায় ইডির তদন্তে রীতিমতো ক্ষুব্ধ হয় হাইকোর্ট।