বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র–রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। কেন্দ্র টাকা আটকে রাখায় রাজ্যের ভাঁড়ার শুন্য, এ কথাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ওদিকে প্রশাসন সূত্র মারফত খবর, পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল পরিমাণ অর্থ বহুদিন যাবৎ রাজ্যের কোষাগারে জমা পড়ে রয়েছে। যেই টাকার পরিমাণ এতটাই যে ২১টি জেলায় সম্মিলিত ভাবে দিন প্রতি ৬০ কোটি টাকা করে খরচ করতে হবে বলে নবান্ন তরফে নির্দেশ দেওয়া হয়েছিল।জানা যাচ্ছে কেন্দ্র থেকে পাঠানো সেই অব্যবহৃত টাকার পরিমাণ প্রায় ২২৮২ কোটি টাকা। বহু চেষ্টার পরও এই অর্থের সিংহভাগই এখনও পড়ে রয়েছে। ওদিকে এসবের মধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের ১৭০০ কোটি টাকা পেয়েছে রাজ্য। কেন্দ্রের এই বরাদ্দের ৬০ শতাংশ নির্ধারিত খাতে পানীয় জল, নিকাশী ব্যবস্থা, শৌচালয় ইত্যাদি কাজে ব্যবহার করা যেতে পারে।