বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধি কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছে এখনও। দিল্লিতে যখন তৃণমূল ছাত্রযুবর ধরনায় যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই ফের নয়া বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র।
রাজ্য পেল ৯৯৬ কোটি টাকা। ব্যবধান মাস পাঁচেকের। কেন্দ্রের কাছ থেকে ফের বড় অঙ্কের অনুদান পেল রাজ্য। গ্রামীণ প্রকল্পে ৩ রাজ্যকে টাকা দিল পঞ্চদশ ফিনান্স কমিশন। এই টাকা গ্রামের রাস্তা, পানীয় জলের জন্য খরচ করা যাবে।
শুধু তাই নয়, বছরে বরাদ্দের ৬০ শতাংশ খরচ করতে পারলেই ফের টাকা দেওয়া হবে। এর আগে, কর বাবদ রাজ্যগুলির যে টাকা প্রাপ্য, সেই টাকার মার্চ মাসের বরাদ্দ মিটিয়ে দিয়েছিল মোদি সরকার। বাংলা পেয়েছিল ১০ হাজার ৬৪২ কোটি টাকা।