বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে গত বছর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি।
একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। শিক্ষামন্ত্রী থাকাকালীন কোনও ভাবেই তিনি নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন না বলে বারেবারে মন্তব্য করেছেন। আজও এসএসসি-তে নিয়োগের দায় অস্বীকার করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
শুধু তাই নয় এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরের দিকে দায় ঠেলে তিনি বলেন,’নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। নিয়োগের ক্ষেত্রে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা ছিলনা। একজন পলিসি তৈরি করে, একটা অংশ নিয়োগ করে। ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীর কাছে।’