বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এই মামলায় গত প্রায় ৫০ দিন ধরে দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালির গ্রামের পর গ্রাম। এবার এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর দাবি করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী।
উল্লেখ্য, সম্প্রতি আদালতে পলাতক শেখ শাহজাহানর আইনজীবী জানান, শাহজাহানের নিরাপত্তা নিশ্চিত হলেই তিনি সকলের সামনে আসবেন। তিনি কোথাও পালিয়ে যাচ্ছেননা। যদিও ইডির আইনজীবী সওয়াল করেন, শাহজাহান কোনও ছোটখাটো মানুষ নন। সন্দেশখালিতে তার এক ফোনে ১৫ মিনিটের মধ্যে কম করেও ৩ হাজার মানুষ জড়ো হয়ে যায়।
এমনকি কেন্দ্রীয় বাহিনীর সামনেই তদন্তকারী কর্মকর্তাদের উপর চড়াও হতেও দ্বিধা বোধ করেনি তারা। তার নিরাপত্তা নিশ্চিত করা কি আদৌ উচিত? এরপরেই তিনি শাহজাহানেরই দাখিল করা দুটি হলফনামা পেশ করেন আদালতে। এই দুই হলফনামায় নাকি নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছেন তৃণমূল নেতা। তার নামের পাশে সই অবধি রয়েছে।