রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় আরও দু’মাস তিহাড় সংশোধনাগারেই কাটাতে হবে অনুব্রতকন্যা সুকন্যাকে।
বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দু’মাস বাড়িয়ে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বেঞ্চ। গরুপাচার মামলায় কিছুদিন আগেই চার্জশিট পেশ করেছে সিবিআই। যাতে অনুব্রত, মণীশ কোঠারি, সায়গল হোসেনের মতো নাম রয়েছে সুকন্যারও। সেই চার্জশিটের ভিত্তিতে তদন্তের জন্য আরও সময় প্রয়োজন তদন্তকারী সংস্থার।
এই যুক্তিতে আগেই অনুব্রত মণ্ডল ও অন্যান্যদের ১২ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। গরু পাচার মামলায় আর্থিক তছরূপে অভিযুক্ত সকলেই এখন তিহাড় জেলে রয়েছেন। বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল-সহ এই মামলার অন্যান্য অভিযুক্তরা রয়েছেন ৭ নং ব্লকে। তবে সুকন্যাকে রাখা হয়েছে মহিলা ব্লকে।