জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। নিয়মে আসতে চলেছে বড়সড় রদবদল। জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য এবার ভোটার তালিকার সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এতে ভোটার তালিকায় নাম তোলা অনেক সহজ হয়ে যাবে। মৃত ভোটারের নাম বাদ যাওয়ায় ভোটার তালিকা অনেক স্বচ্ছ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করবে সরকার। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের কাছ থেকে মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিয়ে থাকে। কমিশন তা করে প্রশাসনিক নির্দেশে। আইন হলে কমিশন সরাসরি এই কাজ করতে পারবে।

আইন তৈরির পর সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে তা হল, ১৮ বছর বয়স হওয়া মাত্র ভোটার তালিকায় নাম উঠে যাবে। আলাদা করে নাম তোলার দরকার হবে না। একই ভাবে কেউ মারা যাওয়ার পর ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে কমিশন। পরিবারের পক্ষ থেকে ওই তথ্য আলাদা ভাবে কমিশনকে জানানোর প্রয়োজন হবে না।