জমি দখলকে কেন্দ্র করে কড়া নির্দেশ লালাজারের তরফে

মুখ্যমন্ত্রীর নির্দেশ আসতেই শুরু হলো কাজ। সম্প্রতি রাজ্যে জমির অবৈধ দখল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ‘অ্যাকশনে’ লালবাজার, দেওয়া হয়েছে বিরাট নির্দেশ। খাস কলকাতার বুকে সরকারের জমি বেদখল হয়ে যাচ্ছে।

তা সত্ত্বেও পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমনকি বিভিন্ন প্রকল্পের জন্য নির্ধারণ করা জমিও বেহাত হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে থানাগুলিকে নির্দেশ দিল লালবাজার। রাজ্য সরকার চার সদস্যের একটি কমিটি তৈরি করে।

সেই কমিটিতে রয়েছে সেচ সচিব প্রভাত মিশ্র, অর্থ সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা ও কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। জানা যাচ্ছে, কোথায় কোথায় সরকারি জমিতে এমন হয়েছে, সেটার লিস্ট সোমবার লালবাজারে পাঠানোর কথা বলা হয়েছে।