জলসঙ্কট থেকে মুক্তি পেতে অগ্রিম উদ্যোগ নিলো সরকার

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরম। এই পরিস্থিতিতেই এবার জলসঙ্কট থেকে মুক্তি পেতে অগ্রিম উদ্যোগ নিলো সরকার। জল সরবরাহ বন্ধ থাকতে চলেছে হাওড়া পুর ওয়ার্ডে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

মূলত হাওড়ার বিভিন্ন এলাকায় জলের পাইপ লাইনের মেরামতির কাজ হবে হাওড়া পুরসভা ও কেএমডিএর মাধ্যমে। সেই জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে জল সরবরাহ। আর কিছুদিন পর পুরো মাত্রায় এসে যাবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে ব্যাপকভাবে জল সংকট দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায়।

ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাই গ্রীষ্মকালে জলসঙ্কট থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আগে ভাগে বিভিন্ন জায়গায় হচ্ছে পাইপ লাইনের কাজ।