জুড়লো নয়া পালক, সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃত ভারত এক্সপ্রেসের ইঞ্জিন তৈরি করার বরাত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে দেওয়া হয়েছে।

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে এই ইঞ্জিনগুলি হাতে তুলে দিতে হবে চলতি অর্থবর্ষের মধ্যেই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইঞ্জিন তৈরির কাজ। অমৃত ভারত এক্সপ্রেসের ইঞ্জিন তৈরির বরাত পাওয়া নিঃসন্দেহে বাংলার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মুকুটে নতুন পালক যুক্ত করল।

কারখানার সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার প্রমোদ ক্ষেত্রী জানিয়েছেন, আপাতত ১০০ টি ইঞ্জিন তৈরির বরাত পেয়েছে চিত্তরঞ্জন। জানা গেছে, অমৃত ভারত এক্সপ্রেসের ইঞ্জিনগুলি ১০ হাজার অশ্বশক্তি ক্ষমতাসম্পন্ন। মোট দুটি ইঞ্জিন থাকবে ট্রেনের সামনে ও পিছনে। এই ইঞ্জিনগুলি দ্রুত গতি বৃদ্ধি করতে ও হ্রাস করতে সক্ষম।