জেরায় অসহযোগিতার অভিযোগ অয়নের বিরুদ্ধে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে বহু টানাপোড়েনের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার গিয়েছে গোয়েন্দা সংস্থা সিবিআই এর ওপর।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার প্রেসিডেন্সি জেলে গিয়ে কেলেঙ্কারির অভিযোগে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এদিন গোয়েন্দাদের প্রায় সমস্ত প্রশ্নই এড়িয়ে গিয়েছেন অয়ন। তথ্যের খোঁজে এরপর তাকে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই এমনটাই জানা যাচ্ছে।

তদন্তকারী সংস্থার দাবি, রাজ্যের প্রায় ৬০টি পুরসভার কর্মী নিয়োগ করে অয়ন শীলের সংস্থা। অয়নের ফ্ল্যাটে হানা পুর নিয়োগ সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর নথি মিলেছে। অভিযোগ একেকটি পদের নিয়োগের জন‌্য চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত কমিশন নিতেন অয়ন।