বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।
এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত। জানা গিয়েছে, শীর্ষ আদালতের পক্ষ থেকে অনুব্রতের জামিনের আবেদন মামলায় সিবিআইকে নোটিস দেওয়া হয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে ওই নোটিস জারি করেছে।অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, ‘‘পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। শুধু আমার মক্কেলই একমাত্র জেলে রয়েছেন। ১৪ মাস তিনি জেলে কাটিয়ে দিয়েছেন। এমনকি, এই মামলায় প্রধান ‘কিংপিন’ জামিন পেয়ে গিয়েছেন। তাই অনুব্রতকেও জামিন দেওয়া হোক।’’শেষ পর্যন্ত কবে অনুব্রতর জামিন মেলে সেদিকে নজর রয়েছে অনেকেরই।