দায়ের হতে পারে কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে সম্প্রতি শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘ভাইপো’ মন্তব্যকে ঘিরে শুরু হয় শোরগোল।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যের পাল্টা বক্তব্য রেখে তীব্রভাবে আক্রমণ করেন বিচারপতিকে। কোভিডে মৃত এক ব্যক্তির ক্ষতিপূরণের মামলার শুনানির সময় বিচারপতি বলেন, কে এক ভাইপো আছে তার বাড়ি চারতলা। অথচ কোভিডে মৃত ব্যক্তি ক্ষতিপূরণ পান না। এত টাকা আসে কোথা থেকে?

কুণাল ঘোষ বিচারপতিকে নিশানা করে লেখেন, যা ইচ্ছা বলা যাবে বিচারপতির আসনে বসে? রাজনীতি করা যাবে? ইস্তফা দিয়ে রাজনীতি করুন। এই মন্তব্যের প্রেক্ষিতে জনস্বার্থ মামলা করার অনুমতি দিল হাইকোর্ট। এখন কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কিনা সেটাই দেখার।