দীঘা নিয়ে এবার নয়া ঘোষণা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দীঘাকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নানান ধরনের পরিকল্পনা করছে প্রশাসন।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদ ক্রমাগত কাজ করে চলেছে দীঘার উন্নয়নের স্বার্থে। এবার নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হল, প্রশাসন দীঘাকে আরো আকর্ষণীয় করে তুলতে জোর দিতে চলেছে পরিষ্কার-পরিচ্ছন্নতায়।

পর্যটন কেন্দ্র যত পরিস্কার হবে ততই সেটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। গ্রাম উন্নয়ন দপ্তর ও পঞ্চায়েতগুলি সিদ্ধান্ত নিয়েছে দীঘার মতো পর্যটন স্থলগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার। এই উদ্যোগের ফলে যেমন শহরের রাস্তাঘাট আরো পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে উঠবে, তেমনই এই প্রকল্পের মাধ্যমে কাজ পাবেন স্থানীয়রা।