আসন্ন পূজার আগেই বড় ঘোষণা সরকারের তরফে। আজ থেকে দীর্ঘ একত্রিশ বছর আগে ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিলান্যাস করেছিলেন দ্বিতীয় হুগলি সেতুর। এমতাবস্থায়, ১৯৭৯ সাল নাগাদ এই সেতুর নির্মাণ কাজ শুরু হলেও ১৯৯২ সালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় সেতুটির। যেটি পরিচিত বিদ্যাসাগর সেতু নামেও।
পাশাপাশি, ভারতের প্রথম এবং সবচেয়ে দীর্ঘ কেবল স্টেইড সেতুর তকমাও রয়েছে বিদ্যাসাগর সেতুর কাছেই। বর্তমান সময়ে এই সেতুর গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে, এবার দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্যের প্রসঙ্গে উৎকণ্ঠা তৈরি হয়েছে।
রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন দুর্গাপুজোর পরই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় এই সেতুর মেরামতের কাজ শুরু হবে। দ্বিতীয় হুগলি সেতুর ডিজাইন তৈরি করেছিল জার্মান কারিগরী সংস্থা শ্লায়েশ বার্জারম্যান পার্টনার। পুজোর পর জার্মানি থেকে একটি বিশেষজ্ঞ দল কলকাতায় আসবে। তাঁদের তত্ত্বাবধানেই শুরু হবে মেরামতির কাজ।