পড়লো সিলমোহর, শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য।

একসঙ্গে ২,৩৪৪ পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি দফতরে নিয়োগে সিলমোহর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫৫২টি নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। একজোটে ১,৬০০ বনকর্মী ও ১৯২ প্রধান বনরক্ষী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার।

প্রাণিসম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর সব মিলিয়ে মোট ৫৫২টি নতুন পদ তৈরী হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র দফতরে ১০৫টি, প্রাণিসম্পদ বিকাশ দফতরে ২৭০টি পদে নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষা দফতরের তরফে বিদ্যালয়ে ৩৫ জনকে নিয়োগ করা হবে।