বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে চলতি বছর জানুয়ারি মাসে ইডির হাতে গ্রেফতার হন হুগলীর তৃণমূল যুবর নেতা কুন্তল ঘোষ। কুন্তল গ্রেফতারির পর থেকেই বহু নতুন নতুন নাম জুড়েছে দুর্নীতির তালিকায়। এবার এই প্রাক্তন যুবনেতার সূত্র ধরেই উঠে এল গৌতম তান্তিয়ার।
নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে জেরার পর ইডির চার্জশিটে উঠে এল শিক্ষক ও রায়গঞ্জের সমাজকর্মী, পশুপ্রেমী গৌতম তান্তিয়ার নাম। জানা গিয়েছে, কুন্তল ঘোষকে জেরা করে যেসকল এজেন্টদের নাম এখনও পর্যন্ত পাওয়া গেছে সেখান থেকেই উঠে এসেছে গৌতম তান্তিয়ার নাম।
অন্যদিকে, ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ গৌতম তান্তিয়া। ভাইরাল হওয়া লিস্টটি ভুয়ো বলেই দাবি করেন তিনি। ধৃত কুন্তলকে জেরা করে তার নাম উঠে এলেও তিনি কুন্তলকে চেনেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি তাকে ইডি ডাকলে সবরকম সহায়তা করারও আশ্বাস দিয়েছেন গৌতমবাবু।