বড় অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে

বড় অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, পুরুলিয়ার ঝালদা পুরসভার তিন কংগ্রেস ও ২ নির্দল কাউন্সিলরের অভিযোগ, কলকাতায় এনে তাদের জোর করে দলবদল করানোর চেষ্টা করছে তৃণমূল। কলকাতার সল্টলেক স্টেডিয়ামের যুব আবাসে তাদের রাখা হয়েছিল বলে দাবি কংগ্রেসের।

খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন বর্ষীয়ান কং নেতা নেপাল মাহাতো। পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতোর দাবি, ‘চেয়ারপার্সন-সহ ২ নির্দল কাউন্সিলরকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল তৃণমূল।’ কংগ্রেস যুব নেতা কৌস্তভ বাগচিকে সাথে নিয়ে সল্টলেকে ওই কাউন্সিলরদের সঙ্গে দেখা করতে যান তিনি।

কৌস্তভের অভিযোগ, কংগ্রেসের বোর্ড ভাঙার জন্যই কংগ্রেস ও নির্দলকে নিজেদের দলে টানার চেষ্টা করছে তৃণমূল। তাদের উপর দলবদলের জন্য চাপ দেওয়া হচ্ছে। সূত্রের খবর সেখানের পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় সহ রঞ্জন কর্মকার নামে কাউন্সিলরকেও কলকাতায় আনা হয়েছে। কৌস্তভ জানান এনাদের দুজনের সাথেই কথা হয়েছে।