বড় ঘোষণা রাজ্যের তরফে, এবার নিয়োগ হবে জেলায় জেলায়

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতেই এল বড় সুখবর। রাজ্যের সমস্ত আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য নেওয়া হতে চলেছে ১০৮০ জন যোগ প্রশিক্ষক। জানা গিয়েছে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে।

তবে পশ্চিমবঙ্গ যোগ-ন‌্যাচারোপ‌্যাথি কাউন্সিল স্বীকৃত কোর্স করা ‘রেজিস্টার্ড যোগ ট্রেনার’রাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন। দীর্ঘদিন ধরে নিয়োগ হওয়ায় প্রশিক্ষকের অভাবে রীতিমতো ধুকছে যোগ প্রশিক্ষণগুলো। তাই এবার নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।

পশ্চিমবঙ্গে সবমিলিয়ে ৫৪০টি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই সকল কেন্দ্রগুলোতেই নিয়োগ করা হবে। জানা গিয়েছে, প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে পুরুষ ও একজন করে মহিলা যোগ প্রশিক্ষক নেওয়া হবে। এই নিয়োগের জন্য ইতিমধ্যেই কমিটি তৈরী করা হয়েছে। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।