বড় জয়, দীর্ঘ ২০ বছর পর বিজেপির দখলে রামনগর

সম্প্রতি সমাপ্ত হয়েছে পঞ্চায়েত ভোট। বর্তমানে চলছে পঞ্চায়েতে বোর্ড গঠন পক্রিয়া। নদিয়ায় রানাঘাট দক্ষিণ জেলার বোর্ড গঠনের দিনেই বেজায় অস্বস্তিতে শাসকদল। বাজিমাত করল গেরুয়া শিবির। নবদ্বীপ জোয়ানীয়া বহিরগাছি এবং রামনগর ১ বোর্ড গঠন করে বিজেপি।

যদিও এর মধ্যে প্রথম দুটিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও রামনগর ওয়ানের ক্ষেত্রে দুই নির্দল প্রার্থীকে দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করে গেরুয়া শিবির। চারিদিকে বিজেপির জয়জয়কার। দীর্ঘ ২০ বছর পর রামনগর বিজেপির দখলে আসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দলের নেতা-কর্মী সকলে।

তবে নদীয়া দক্ষিণের হবিবপুর পঞ্চায়েতে, দখল রাখলো তৃণমূল। সেখানে ঘাসফুলের দাপট অব্যাহত। যদিও বিজেপির অভিযোগ, ওপেন ভোট করানোর ফলে নির্দল প্রার্থীরা তাদের সমর্থন করতে ভয় পেয়েছে শাসকদলের সামনে।