বড় তথ্য প্রকাশ্যে এল রেল প্রকল্প নিয়ে

বিগত বেশ কিছুদিন চলছিলো বিক্ষোভ, অবশেষে শুরু হবে কাজ। স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কাজ শুরু হবে রেল প্রকল্পের। আজ থেকে ১৩ বছর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যে রেল প্রকল্পের ঘোষণা করেছিলেন আজ সেই প্রকল্প নিয়েই আগ্রহী অধিকারী পরিবার।

উল্লেখ্য, সাল ২০১০ এর ৩০ জানুয়ারি এই প্রকল্প বাবদ ১২১ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছিল। কাঁথির দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত বিস্তৃত এই এলাকা অনেকটাই নিচু। আর এখন সেই জমি ভরাট করার জন্য প্রয়োজনীয় ১৮ লক্ষ কিউবিক মাটি পাওয়া যাচ্ছেনা বলে জানাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল।

এবার সেই প্রকল্প চালু করায় উদ্যোগী হয়েছেন শুভেন্দু অধিকারী। এইদিন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিলকুমার মিশ্র মানছেন, “১৮.৫ কিলোমিটার দীর্ঘ রেললাইনের কাজ দ্বিতীয় বার শুরু হয়েছে। দু’টো বড় সেতুর কাজ চলছে।”