অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। স্বস্তি মিলবে মহানগরীর মানুষের। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুট পথ চলা শুরু করতে পারে মার্চের প্রথম সপ্তাহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে আসলে উদ্বোধন করতে পারেন এই মেট্রো রুটের।
একই সাথে উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-রুবি এবং জোকা-এসপ্ল্যানেড রুটের তারাতলা-মাঝেরহাট অংশের পরিষেবারও। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর ভাড়া রাখা হতে পারে ১০ টাকা। তবে সর্বনিম্ন ভাড়া থাকবে পাঁচ টাকা।
মাত্র ৫ টাকা খরচা করলেই গঙ্গার তলা দিয়ে মহাকরণ স্টেশন থেকে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশন। মেট্রো কর্তারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী দপ্তর থেকে সবুজ সংকেত মিললেই দিনক্ষণের ব্যাপারে জানানো হবে। মেট্রো কর্তারা অবশ্য জানাচ্ছেন, ভাড়ার ব্যাপারে এখনো তৈরি হয়নি খসড়া।