রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। লোকাল ট্রেনের মাধ্যমে অধিকাংশ মানুষ স্কুল–কলেজ–কর্মক্ষেত্রে পৌঁছান। মুম্বাইয়ে লোকাল ট্রেনে ভারতীয় রেল ইতিমধ্যেই এসি কোচের সূচনা করেছে।
এবার ভারতীয় রেল বাংলাতেও এই ধরনের এসি ফার্স্ট ক্লাস কোচ অন্তর্ভুক্ত করতে চলেছে লোকাল ট্রেনে। খুব শীঘ্রই শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে এসি ফার্স্ট ক্লাস কামরা পরিষেবা দিতে শুরু করবে। প্রথমদিকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করা হবে রেলের পক্ষ থেকে। তারপর বাণিজ্যিকভাবে এই পরিষেবা দেওয়া হবে যাত্রীদের।তবে কবে থেকে শিয়ালদা ডিভিশনে এসি কোচের লোকাল ট্রেন চলবে সেই বিষয়ে এখনও সঠিক খবর পাওয়া যায়নি। সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত। সংশ্লিষ্ট মহল মনে করছে, রেল বোর্ডের সবুজ সংকেত মিললে নিয়ে আসতে হবে এসি রেক। তারপর শুরু করা যাবে পরিষেবা।