বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে রেল পরিষেবা। বালুরঘাট– হিলি রেললাইন সম্প্রসারণের কাজ অবশেষে প্রাণ পেতে চলেছে।

জমি জটের কারণে রেললাইন সম্প্রসারণের কাজ আটকে ছিল বহুদিন। ২০২৪ সালে অবসান হতে চলেছে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার। এর ফলে এবার সহজেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে হিলি। রেলমন্ত্রকের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর প্রশাসনকে ২৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের জন্য।

জমি অধিগ্রহণের জন্য তৎপর ভাবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সংগ্রহ করতে শুরু করেছে নথি। বালুরঘাট থেকে হিলি রেললাইন সম্প্রসারণের কাজ শুরু হয় ২০১০ সালে। এরপর জমি-জটের কারণে এই কাজ বন্ধ হয়ে যায়। তারপর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কাজে কিছুটা গতি আসে ২০২২ সাল নাগাদ।