বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। যাত্রীদের সুবিধার জন্য ফের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল।

আগামী জুলাই মাস পর্যন্ত চালানো হবে ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) ও ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা)। প্রতি শুক্রবার রাত ১০টা ৪৫-এ কামাখ্যা থেকে এই ট্রেন রওনা দেবে। আনন্দ বিহার টার্মিনালে রবিবার সকাল ০৮ টা ৪০ মিনিটে পৌঁছাবে এই ট্রেন।

উত্তর পূর্ব সীমান্ত রেল সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের ভালুকা রোড স্টেশনে অতিরিক্ত দুমিনিট স্টপেজ দেওয়া হবে। মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু পরীক্ষামূলক ভিত্তিতে উদ্বোধন করেন এই স্টপেজের।