বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীত, আগমন হচ্ছে গরমের। এরই মধ্যে বাংলায় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের জেরে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা রাজ্যে। আগামীকাল সামান্য কমতে পারে তাপমাত্রা। হালকা শীতের আমেজ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।১৪ ফেব্রুয়ারী সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। চলতি সপ্তাহেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্ক কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।