বৃষ্টি উধাও হতেই হুঁ হুঁ করে বেড়ে চলেছে তাপমাত্রা

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। তবে দু’দিন পর আবারও একবার বৃষ্টির দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গের উপরের দিকের দুই পার্বত্য জেলা – দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার সারাটা দিন আবহাওয়া শুকনো থাকলেও রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার হাল্কা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নয় এপ্রিলের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।