বেড়ে চলেছে তাপমাত্রা, গরমে পুড়ছে সাধারণ মানুষ

শুরু হয়েছে কষ্টের দিন, চরছে গরমের পারদ। মাঝে কটাদিন স্বস্তি হলেও আবার যেন পুড়ছে রাজ্য। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও এক দিন বেশি চলবে৷ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলার কথা ঘোষণা করা হয়েছে।

কলকাতার পাশাপাশি তাপপ্রবাহ চলবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও গরম হাওয়ার দাপটে নাজেহাল হবে মানুষ।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রির কাছাকাছি। তাপপ্রবাহের কারণে বাকি জেলাগুলিতেও আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।