ভোট পরবর্তী হিংসা পরিস্থিতিকে রুখতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই ভোটের আবহে রাজ্যজুড়ে সন্ত্রাসের আশঙ্কা থেকেই রাজ্যে মোতায়েন করা হয়েছে শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভোট পরবর্তী হিংসা চালানোর।

যার ফলে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় সে বছর বিরোধী দলের ১০ জনের বেশি কর্মী সমর্থকদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই সাথে আহত হয়েছিলেন আরও অনেকে। তাই এ বছর বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকেই লোকসভা নির্বাচনের পর রাজ্যের সন্ত্রাসের আশঙ্কা থেকেই মোতায়েন করা হয়েছে মোট ৩২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।

তাই শুধু ভোট চলাকালীন সময়েই নয় আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণার পর ভোট পরবর্তী আগামী ১৫ দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন রাখার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।