মাঝে বাকি আর মাত্র কদিন, তারপরেই শুরু বাংলার পূজাপর্ব। এরই মধ্যে বিগত কিছুদিন ধরে ক্রমাগত বদলেই চলেছে বঙ্গের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে প্রশ্ন জাগছে, এবার দুর্গাপুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
এবার পঞ্চমী ১৯ তারিখ, ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর। তারপর ২১ অক্টোবর মহাসপ্তমী। ২২ তারিখ মহাষ্টমী। মহানবমী পড়েছে ২৩ অক্টোবর। আর বিজয়া দশমী আগামী ২৪ অক্টোবর। আবহাওয়া অফিস জানাচ্ছে, অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখ ষষ্ঠী পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
শুধু তাই নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে ষষ্ঠীর পরদিন থেকে বদলাবে আবহাওয়া। সপ্তমী থেকে দশমী অর্থাৎ ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য বৃষ্টি হতে পারে। পুজোর ৫ দিন খুব বেশি গরমও থাকবে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।