রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রেল পরিবহন ব্যবস্থায় একের পর এক যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। কিন্তু তারপরেও অভিযোগ ভারতীয় রেলের বিরুদ্ধে, বিশেষ করে ট্রেনের দূরপাল্লার ট্রেনের শৌচালয়ের দুর্গন্ধ কিংবা অপরিচ্ছন্নতা নিয়ে।
এবার যাত্রীদের এই সমস্যা দূর করতেই কার্যত নড়েচড়ে বসেছে ভারতীয় রেল মন্ত্রক। শৌচাগারের দুর্গন্ধ দূর করতে আইওটি ভিত্তিক ব্যবস্থাআনতে চলেছে পূর্ব রেল। যার নাম দেওয়া হয়েছে ‘গন্ধভেদ’। প্রথমে এই ব্যবস্থা মুম্বাই জোনের কয়েকটি স্টেশনের টয়লেটে পরীক্ষা করা হয়।
পরীক্ষা সফল হওয়ার পরেই পূর্ব রেল-ও রেলওয়ে বোর্ডের নির্দেশে গন্ধভেদ সিস্টেম চালু করতে চলেছে। আগামী দিনে হাওড়া ডিভিশনের তিনটি ট্রেন, শিয়ালদা ডিভিশনের তিনটি ট্রেন, আসানসোল ডিভিশনের দুটি ট্রেন, এবং মালদা ডিভিশনের দুটি ট্রেনে এই গন্ধভেদ ডিভাইস ট্রায়াল চালানো হবে।