রাম মন্দির নির্মাণের পুরোহিতের নিয়ে বড় ঘোষণা

ঘোষণার পর থেকেই অগ্রগতির সাথে চলেছে নির্মান কার্য। বলতে গেলে প্রায় গোটা দেশই অপেক্ষায় রয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের। পাশাপাশি মন্দিরটি ইতিমধ্যেই সবার কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছে। আগামী বছরের শুরুতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসব সম্পন্ন হবে।

শ্রীরাম জন্মভূমির মুখ্য আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, শ্রীরাম মন্দির ট্রাস্ট এবার রামলালার সেবায় নিযুক্ত পুরোহিত এবং কর্মচারীদের সরকারি স্তরের সুবিধা প্রদান করবে। তিনি আরও জানিয়েছেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই পুরোহিত এবং কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। মন্দিরের পুরোহিতের আবাসিক ভাতাও দেওয়া হবে।

সরকারি ছুটিতে পুরোহিতদেরও ছুটি দেওয়া হবে। উল্লেখযোগ্য, বর্তমান সময়ে চারজন পুরোহিতসহ মোট আটজন কর্মচারী রামলালার সেবায় মন্দিরে নিয়োজিত রয়েছেন। পুরোহিতদের বেতন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।