রেলমন্ত্রকের কাছে দুর্গাপুরে স্টপ দেওয়া আবেদন সৌমিত্রর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে গত শনিবারেই ট্রায়াল রান হয়ে গেল হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসর। কিন্তু, দুঃখের বিষয়, আসানলোনে ট্রেনটি দাঁড়ালেও কোন স্টপেজ দেওয়া হয় নি দুর্গাপুরে।

এদিকে, দুর্গাপুর স্টেশন দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কিন্তু তারপরেও কেন দুর্গাপুরের মতো স্টেশনে বন্দে ভারতের স্টপ দেওয়া হল না, সেই প্রশ্নটাই এখন বারবার করে ঘুরছে শহরবাসীর মনে। আর শহরবাসীর এই ভাবনাকে সমর্থন জানিয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ।

ইতিমধ্যেই গেরুয়া শিবিরের সাংসদ সোশ্যাল মিডিয়ায় বন্দে ভারত সম্পর্কিত একটি পোস্ট করেছেন। বলা বাহুল্য, দুর্গাপুরে “হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস” থামানোর অনুরোধ পত্রটিকে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। প্রসঙ্গত, বাংলার মানচিত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ শিল্প শহর দুর্গাপুর।