রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ১৪০ কোটির দেশ ভারত। আর এই দেশে পান, গুটখা খাওয়ার লোকের সংখ্যাও নেহাত কম নয়। রাস্তা ঘাটে আকছার দেখা যায় গুটখা, পানের পিক। যার ঝলক দেখা যায় ভারতীয় ট্রেনেও।
যদিও ভারতে পান–গুটখার পিক ফেলা আইনত নিষিদ্ধ। তবে পান–গুটখার পিক ফেলার জন্য ভারতে কাউকে জরিমানার শিকার হতে হয়েছে বলে শোনাও যায়নি। সম্প্রতি এই প্রসঙ্গে রেল দফতরের কাছে চিঠি পাঠানো হলো তার জবাবে চিঠি পাঠিয়েছে রেল।সূত্র বলছে, কেবল গুটখার পিক পরিষ্কারে ফি বছরই প্রায় ১২০০ টাকা ব্যয় করতে হয় রেল দফতরকে! যা শোনার পর রীতিমতো শোরগোল পড়েছে জনমানসে। নেটিজনদের দাবি, এইসব খরচ কেন বহন করবে রেল? সাধারণ মানুষ একটু সচেতন হলেই এইসব খরচ বন্ধ হয়ে যায়।