রেলের তরফে ভেঙে ফেলা হচ্ছে একাধিক দোকান

নিত্য দিনের রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে কৃষ্ণনগর-আমঘাটা রেল পরিষেবা। রেল কর্তৃপক্ষ সেই জন্য রেলের জমিতে থাকা বেআইনি দোকান উচ্ছেদে নামল প্রশাসনকে সাথে নিয়ে। রেলের জমিতে থাকা একাধিক দোকান ভেঙে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন আগেই শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন পরিষেবা দেওয়া শুরু করেছে। কিন্তু জমি জটের কারণে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত থমকে ছিল কাজ। এবার মাস দুয়েক আগে রেল তাদের জমিতে থাকা বেআইনি দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিশ পাঠায়।

তবে, রেলের কঠোর পদক্ষেপে পাশে আছে প্রশাসনও। প্রশাসনকে সাথে করে আজ রেলের পক্ষ থেকে সেই দোকানগুলি ভাঙার কাজ চালানো হয়। রেলের জমিতে থাকা বেআইনি দোকান ভেঙে দেওয়া হয় জেসিপি দিয়ে।