শুরু হল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার পাঁশকুড়ার এক সাব পোস্ট মাস্টারের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাসিন্দা লক্ষ্মণ ময়নার রামচন্দ্রপুর ডাক বিভাগের কর্মী। আগে প্রায় সাড়ে চার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে একবার তাকে গ্রেফতার করেছিল ময়না থানায় পুলিশ।

অভিযুক্ত লক্ষ্মণ হেমব্রমকে সম্প্রতি কলকাতায় ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল। ডাককর্মীর ৩ কোটি ৪৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া শুরু করেছে ইডি। ইতিমধ্যেই ওই ডাক কর্মী সহ তার স্ত্রী ও ছেলে-মেয়ের অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট ও বিমার অ্যাকাউন্টও সিজ় করা হয়েছে।