সরকারের তরফে প্রকাশিত হল ছুটির তালিকা

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন মা বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই এই উৎসবের আবহেই এবার বড় খুশির খবর! আসন্ন দুর্গা পুজোর আগেই মোট ১৬ দিন ছুটি উপহার পাচ্ছেন সরকারি কর্মীরা।

সেপ্টেম্বর মাসের তারিখরবিবার, তারিখজন্মাষ্টমী, তারিখমাসের দ্বিতীয় শনিবার, ১০ তারিখরবিবার সাপ্তাহিক ছুটি তাই বন্ধ থাকছে ব্যাঙ্ক। ১৭ তারিখরবিবার, ১৮ তারিখবিনায়ক চতুর্থী, ১৯২০ তারিখগণেশ চতুর্থী, ২২ তারিখশ্রী নারায়ণ গুরু সমাধি দিবস, ২৩ তারিখচতুর্থ শনিবার মহারাজা হরি সিংয়ের জন্মদিন, ২৪ তারিখরবিবার ২৫ তারিখশ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকীর কারণে ছুটি।

এছাড়াও, সেপ্টেম্বর মাসের ২৭ তারিখমিলাদশরিফ, ২৮ তারিখঈদমিলাদউননবী, ২৯ তারিখ দেশের সব জায়গায় না হলেও কিছু প্রান্তে ঈদমিলাদউলনবীর কারণে ছুটি দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে মোট ১৬ দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা।