হু হু বেড়ে চলেছে তাপমাত্রা, কোথাও কোনও বর্ষণের সম্ভাবনা নেই

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। গত সাত বছরের মধ্যেই এটাই উষ্ণতম এপ্রিল, দাবি আলিপুর আবহাওয়া দফতরের। ২০১৬ সালের পর এখনও পর্যন্ত চলতি এপ্রিল মাস সবথেকে উষ্ণ।

কলকাতায় আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর কোথাও কোনও বর্ষণের সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী চার পাঁচদিন উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর,মুর্শিদাবাদের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে।