নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে ১২ঘন্টা বনধ

কর সংক্রান্ত মামলায় সিকিমে বসবাসকারী নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে সিকিম জয়েন্ট একশন কাউন্সিল। তার প্রভাব পড়লো উত্তরের পর্যটন শিল্পে। শিলিগুড়ির SNT বাস টার্মিনাসে আটকে থাকতে দেখা যায় প্রচুর পর্যটকদের।

জানা গিয়েছে, সন্ধ্যা ছটা পর্যন্ত সিকিমে পর্যটকদের প্রবেশ না করার আবেদন জানিয়েছে বনধ সমর্থনকারীরা। পর্যটকরা বেড়াতে এসে দুর্ভোগের শিকার হয়েছে। পর্যটকরা জানান, এই বনধের ব্যাপারে তাদের আগাম খবর ছিল না, যার ফলে শিলিগুড়ি এসে তারা আটকে পড়েছেন।তাতেই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *