বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ৬০ জনকে আজ পেশ করা হল আদালতে

দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েত এর বিজেপির বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর এবং গন্ডগোলের ঘটনায় ঘটনাস্থল থেকে ৬০ জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। আজ সকাল থেকেই দিনহাটা মহকুমা আদালতের সামনে ভিড় করতে থাকে ওই গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আদালত চত্বরে উপস্থিত বেশ কয়েকজন মহিলার দাবি পুলিশ বিনা অপরাধে বেশ কয়েকজনকে বাড়ির ভেতর থেকে তুলে নিয়ে এসেছে। যারা গন্ডগোল করেছে তাদের ধরতে গিয়ে এলাকার বহু বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সদস্যদেরও তুলে নিয়ে আসে পুলিশ।

উল্লেখ্য, গতকাল মাতালহাট গ্রাম পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানের জন্য দুজন দাবিদার থাকায় গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপির এক গোষ্ঠী। অপর গোষ্ঠী বোর্ড গঠন করতেই পুলিশের বেরিকেট ভেঙে ১৪৪ ধারাকে অবমাননা করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঢোকার চেষ্টা করেছিল বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে শুরু হয় খন্ড যুদ্ধ। ভাঙচুর হয় পুলিশের গাড়ি, ঢিল ছোড়া হয় পুলিশের উপরে।