বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। হাতে আর মাত্র গোনা কয়েকটা দিন।
ইতিমধ্যেই ক্লাবগুলির পুজো প্রস্তুতি তুঙ্গে। এবারে পুজোয় সকলকে তাক লাগিয়ে দিতে ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছে নদিয়ার রানাঘাটের অভিযান সঙ্ঘ পুজো কমিটি। তবে তাতে পুলিশি অনুমতি মেলেনি। এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুজো কমিটি।
পুজোর অনুমতি চেয়ে আদালতে মামলা দায়েরের আবেদন জানানো হয়। আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।