মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে শিশুর মৃত্যু

মামার বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো ১২ বছরের এক শিশুর।
স্থানীয় সূত্রের খবর, কোচবিহারের দর্জি পাড়া এলাকার বাসিন্দা সোহানা পারভীন (১২) তার মায়ের সাথে কোচবিহারের কারিশাল এলাকায় তার মামার বাড়িতে ঘুরতে আসে। মামার বাড়িতে কয়েকদিন থাকার পর আজ বাড়ি যাওয়ার আগে মায়ের সাথে তোর্ষা নদীতে স্নান করতে নামে। সাঁতার না জানার কারণে সোহানা পারভীন নদীর জলে ভেসে যায়। সেই সময় তার মায়ের চিৎকার চেঁচামচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় এবং নদীর কিছুটা দূর থেকে স্থানীয় বাসিন্দারা সোহানা পারভীনকে উদ্ধার করে। তড়িঘড়ি কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
মৃত ওই কিশোরীর মামা মজিবুল হক বলেন, তার বোন এবং তার ভাগ্নি তাদের বাড়িতে এসেছিল। আজ তাদের বাড়ি যাওয়ার কথা। বাড়ি যাওয়ার আগে দুজনে নদীতে স্নান করতে নামে। এবং তার ভাগ্নি নদীর জলে ভেসে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।