বন দফতরের পাতা ফের খাঁচায় খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ

বুধবার চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা। ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়েছিল।

এদিন সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের ৪/৪ নম্বর সেকশনে পাতা খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। তারপর ওই খাঁচার কাছে গিয়ে দেখেন সকলে একটি বড় চিতাবাঘ খাঁচার ভিতরে ছোটাছুটি করছে।

এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমায় ওই এলাকায়। তারপর খবর দেওয়া হয় বন দফতরে। এদিকে খবর পেয়ে বন কর্মীরা এসে ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।