কৃষকদের সুবিধার্থে কেন্দ্র করেছে এক প্রকল্প

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। যেই কৃষকেরা কোটি কোটি মানুষের মুখে দু’বেলা অন্ন তুলে দেন এদের তাদের সুবিধার্থে এক প্রকল্প চালু করেছে কেন্দ্র।

যার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। ২০১৯ সালে এদেশের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়।

প্রতি কিস্তিতে ২০০০ করে দেওয়া হয়। এই প্রকল্পের ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে যেই কৃষক চাষ করছেন তার নামেই জমি থাকতে হবে। এই সুবিধা একই পরিবারে একজনই নিতে পারবেন। কৃষক করদাতা হলেও তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।