ভোটের পরবর্তীতে শান্তি রক্ষার্থে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এলাকায়

ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন জায়গায় দেখা গেলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।কোতোয়ালি পুলিশের সাথে জলপাইগুড়িতে রুটমার্চ করতে দেখা গেলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন বর্তমানে দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা পর্যন্ত থাকবে। বাকি সমস্ত জওয়ান দ্বিতীয় দফার ভোটের জন্য চলে যাবে। আর যে কেন্দ্রীয় বাহিনীর দুই কোম্পানি থাকবে। তাদের মধ্যে এক কোম্পানি স্ট্রং রুম পাহারা দেবে এবং বাকি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন গ্রামে নিয়মিত রুট মার্চ করবে।