ফের সাত সকালে লোকালয়ে বাইসন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। জলপাইগুড়ি জেলার নাথুয়া রেঞ্জের মাঝিয়ালি বস্তির লোকালয়ে ঢুকে পরে বাইসটি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নাথুয়া রেঞ্জের বনকর্মী এবং বিন্নাগুরি ওয়ার্ল্ড লাইভ কর্মীরা।
বুধবার সকালে গরুমারার জঙ্গল থেকে বের হয়ে প্রথমে গধেয়ারকুটি গ্রামে ও পরে মাঝিয়ালী বস্তি এলাকায় এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘরে আশ্রয় নেয় বাইসনটি।
স্থানীয় সূত্রে খবর, সাইকেল নিয়ে বাড়ি থেকে কাজে যাওয়ার সময় এক ব্যক্তিকে আহত করেন বাইসনটি। আহত ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান বন কর্মীরা।
জানা গেছে, আহত ব্যক্তির নাম ননী রায় (৩০)। ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় করেছেন বাইসনটিকে দেখার জন্য। তবে বনকর্মীরাও সজাগ রয়েছেন, গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং বনকর্মীরা নজর রাখছেন যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।