পঞ্চায়েত নির্বাচনের মুখে ফরওয়ার্ড ব্লকের আন্দোলন কর্মসূচী ঘোষণা কোচবিহারে

পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করলো ফরওয়ার্ড ব্লক। আজ কোচবিহারের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনের কথা ঘোষণা করেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জী।

তিনি জানান, কেন্দ্রের বিজেপি সরকার রাষ্ট্রীয় সমস্ত সম্পদ বেসরকারি কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে। ফলে দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে।
অন্যদিকে, রাজ্যের তৃণমূল সরকার পুরোপুরি ভাবে দুর্নীতিতে ডুবে আছে। গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত সমস্ত জায়গায় দুর্নীতিতে ভরে গিয়েছে। খোদ শিক্ষামন্ত্রী জেলে রয়েছে। তাই কেন্দ্র ও রাজ্য দুই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার সিধান্ত নিয়েছে ফরওয়ার্ড ব্লক। ৬ই জুলাই জেলায় এই আন্দোলন কর্মসূচী নেওয়া হয়েছে এবং ৯ই আগস্ট জলপাইগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত জেলা নিয়ে কেন্দ্রীয় ভাবে একটি আন্দোলন কর্মসূচী নেওয়া হয়েছে বলে এদিন নরেন চ্যাটার্জী জানান।