পুজোর আগে লেডিস স্পেশাল বাস চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায়

মহিলা নিরাপত্তার লক্ষ্যে পুজোর আগে লেডিস স্পেশাল বাস চালানো সহ দুরপাল্লার বাসে ১০০ শতাংশ সিসিটিভি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বিষয়টি জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। এছাড়াও পুজোর আগে বাস যাত্রীদের জন্য একাধিক চমকের কথা জানান তিনি।

বৃহস্পতিবার ২৩৪-তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। এদিন বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌতম পাল, ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পোদ্দার, বিধায়ক কোরাক হোসেন সাহেব সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ডের অন্যান্য সদস্যরা। এদিন বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,প্রত্যেক বারের মতো এবারও পুজো উপলক্ষে একাধিক নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। যার মধ্যে অন্যতম হল “লেডিস স্পেশাল বাস” চালু। তিনি বলেন পুজোর আগ থেকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জলপাইগুড়ি থেকে তিনটি বিশেষ মহিলা স্পেশাল পাইলট বাস চালু করা হবে। যা কোচবিহার,ফালাকাটা ও আলিপুরদুয়ারে চলাচল করবে। মূলত এই বাসটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত করা হবে। কন্ডাক্টর থেকে শুরু করে যাত্রী সবই মহিলা থাকবে।

তবে এই মুহূর্তে চালক পুরুষই থাকতে চলেছে। কিন্তু আগামীতে মহিলা ড্রাইভার করার চিন্তা-ভাবনাও চলছে। মূলত এই বাসগুলি অফিস টাইমে চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এছাড়াও বেশ কিছু নতুন বাস চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আগামী ১৮-ই সেপ্টেম্বর থেকে শুভ উদ্বোধন করা হবে বাসগুলি। যার মধ্যে তিনটি নতুন বাস শহর শিলিগুড়িও পেতে চলেছে।