২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ভারতে যাত্রারম্ভের পর অ্যামাজন বিজনেস (Amazon Business) এখন তাদের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করছে। শুরুর পর থেকে এই প্লাটফর্মটি অনলাইনে ব্যবসায়িক ক্রয় ও বিক্রয়ে এক নতুন ধারার সূচনা করে বিপ্লব এনেছে। বর্তমানে অ্যামাজন বিজনেসে ১৯ কোটিরও বেশি জিএসটি নাম্বার-সহ ১০ লক্ষেরও বেশি সেলার রয়েছেন। ভারতের ৯৯.৫% পিনকোড এলাকায় পণ্য সরবরাহ করে চলেছে অ্যামাজন বিজনেস। উল্লেখ্য, ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজনেস কাস্টমারদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট ও আরও বেশি ক্যাশব্যাকের সুবিধা প্রদান করা হচ্ছে অ্যামাজন বিজনেসের পক্ষ থেকে।
বাণিজ্যিক পণ্যসামগ্রী সংগ্রহের ক্ষেত্রে সার্বিক সমাধান আনা ছাড়াও অ্যামাজন বিজনেস তাদের মোবাইল অ্যাপের (আইওএস ও অ্যান্ড্রয়েড) মাধ্যমে বাল্ক অর্ডার ও একাধিক ঠিকানায় পণ্যপ্রেরণ ব্যবস্থা চালু করেছে। ছয় বছরের মাইলস্টোন স্পর্শের বিষয়টিকে স্মরণীয় করে তুলতে অ্যামাজন বিজনেস যুক্ত হয়েছে অ্যামাজন পে লেটার-এর (Amazon Pay Later) সঙ্গে। এরফলে বিজনেস কাস্টমারদের ভার্চুয়াল ক্রেডিট প্রদান করা সম্ভব হবে।
এই পদক্ষেপের ফলে সারা দেশ জুড়ে বাণিজ্যিক লেনদেন ডিজিটাইজ করা যাবে, এমএসএমই-দের জন্য ক্রেডিটের সুবিধা প্রসারিত করা যাবে এবং পেমেন্ট এক্সপিরিয়েন্স সহজতর হয়ে উঠবে। বিজনেস কাস্টমারগণ ডিজিটালি সাইন-আপ করতে পারবেন এবং ইনস্ট্যান্ট ক্রেডিটের সুবিধা গ্রহণ করতে পারবেন, যার ফলে শুধু অ্যামাজন-ডট-ইনে পেমেন্ট করা যাবে তা-ই নয়, অ্যামাজন পে কর্পোরেট গিফট কার্ড, ট্রাভেল, ইন্স্যুরেন্স ইত্যাদি ক্রয় করাও সম্ভব হবে। অ্যামাজন বিজনেসের ডিরেক্টর সুচিত সুভাষ বলেন, গ্রাহক ও সেলিং পার্টনারদের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ। অ্যামাজন পে লেটারের সুবিধা চালু করার ফলে গ্রাহকদের খুবই সুবিধা হবে বলে জানান তিনি।